প্রতিনিধি জামালপুর
![]() |
জামালপুরে বকশীগঞ্জে পাটখেত থেকে নারীর লাশ উদ্ধারের খবরে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেপাড়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর মুখমণ্ডল আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় ছিল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় লাশটি পাওয়া গেছে। তাঁর মুখমণ্ডলের পুরোটাই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চেহারা বিকৃত হওয়ার কারণে চেনাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ সকালে ওই এলাকার পাটখেতে বিবস্ত্র ও মুখমণ্ডল দগ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই নারীর লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।
ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি খন্দকার শাকের আহমেদ জানান, কেউ যাতে চিনতে না পারেন, তাই দাহ্য পদার্থ দিয়ে ওই নারীর মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁকে হয়তো অন্য কোথাও হত্যার পর পাটখেতে ফেলে যাওয়া হয়েছে। লাশটির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।