নিজস্ব প্রতিবেদক

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। ঢাকা, ১১ মে | ছবি: পদ্মা ট্রিবিউন

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এরপরও দলটি যদি কোনো কার্যক্রম চালায় কিংবা জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে তা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘যদি বিন্দুমাত্র সহিংসতা বা বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।’

ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি বলেন, এ বিষয়ে ঢাকা রেঞ্জের সব এসপি ও ওসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঢাকা রেঞ্জ পুলিশের অধীনে থাকা ১৩ জেলার ৯৮টি থানাকে জনগণের আস্থা ও সেবাকেন্দ্রে পরিণত করতে চাই। যেকোনো অভিযোগ সরাসরি আমি শুনব।’ ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিতের পাশাপাশি পুলিশের অসদাচরণ হলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কোনো গোপন তৎপরতা সম্পর্কে তথ্য পেলে গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’