[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি দুইটা দিন: নুসরাত ফারিয়া

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন প্রতিবেদক ঢাকা

নুসরাত ফারিয়া | ছবি : ফেসবুক থেকে

কারাগার থেকে মুক্তির পর ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া এক ফেসবুক পোস্টে জানান, গ্রেপ্তারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার দুপুর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যেই আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এ সময় তিনি কারও সঙ্গে কথা বলেননি।

বাসায় ফিরে বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যাঁরা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

সহকর্মী, সংবাদকর্মীসহ সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। আমি সব সময় মনে রাখব, আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

ফারিয়ার পোস্টটি ফেসবুকে রীতিমতো ছড়িয়ে পড়েছে। ২ ঘণ্টার ব্যবধানে ৭৪ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে, প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়েছে। আড়াই শর বেশিবার শেয়ার হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। চলতি বছরের ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন