প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট- অক্সিজেন সড়কের উড়াল সড়কের মুখে অবস্থান নেয় শ্রমিকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নগরের দুই নম্বর গেট- অক্সিজেন সড়কের উড়াল সড়কের মুখে অবস্থান নেয় শ্রমিকেরা। এতে অফিস-গামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা আটকা পড়ে। দুই নম্বর গেট থেকে শুরু করে নগরের বায়েজিত বোস্তামী পর্যন্ত যানজট শুরু হয়ে যায়।
সড়কে অবস্থান নেওয়া রহিমা গার্মেন্টসের শ্রমিক রবিউল হোসেন বলেন, তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন দেবে দেবে বলে কর্তৃপক্ষ দিচ্ছে না। তারা জানতে পারেন, গতকাল বুধবার রাতে কর্তৃপক্ষ কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলেছেন। এতে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
জানতে চাইলে খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান সকালে বলেন, তাদের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।