[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়ির রান্নাঘরে বিস্ফোরণ, কিশোর দগ্ধ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চুয়াডাঙ্গা

আগুনের প্রতীকী ছবি | পদ্মা ট্রিবিউন গ্রাফিক্স

চুয়াডাঙ্গায় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ রাসেলের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম সিহাব হোসেন (১৫)। তিনি শেখ রাসেলের খালাতো ভাই। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

ওই যুবলীগ নেতার পরিবারের সদস্যরা দাবি করেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

তবে আলামত পর্যবেক্ষণের পর স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভিন্ন কথা জানান। তাঁরা বলছেন, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, গ্যাসস্টোভ ও পাইপ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। ইতিমধ্যেই রহস্য উদ্‌ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে।

শেখ রাসেলের বোন সেবু খাতুন বলেন, গতকাল রাতে তাঁর মা বিনা খাতুন রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে পারেননি। এরপর নিচে নেমে সিহাবকে ডেকে নিয়ে যান। সিহাব রান্নাঘরে ঢুকেই বৈদ্যুতিক বাতির সুইচ অন করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিনা খাতুনের ভাষ্য, গ্যাসস্টোভ বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও আলামত তা বলছে না। কারণ, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার (বোতল), গ্যাসস্টোভ ও পাইপ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ কারণে অধিকতর তদন্ত দরকার।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আলামত সংগ্রহ করেছে জানিয়ে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিয়ে কাজ করছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন