প্রতিনিধি পাবনা

সাইফুজ জামান পিন্টু | ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পিন্টু এক সময় ওই ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

আটকের সময় তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মুসলিমা বেগম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই আত্মগোপনে চলে গেছেন। কিন্তু আমার স্বামী কোনো মামলায় জড়িত ছিলেন না, তাই আত্মগোপনে যাননি। তিনি পাকশীতেই ছিলেন এবং নিয়মিত ইউনিয়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন। অথচ হঠাৎ করেই পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে গেল।’

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, 'উপজেলার অন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিভিন্ন মামলার আসামি হয়ে পলাতক থাকলেও, কোনো মামলা না থাকায় সাইফুজ্জামান পিন্টু নিয়মিতভাবে তার ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'