[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেরপুরের উন্নয়নে পাঁচ দফা দাবিতে পাঁচ কিলোমিটার মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শেরপুর

শেরপুর জেলার উন্নয়নে পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহ‌রের থানা মোড় সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

শেরপুর জেলার উন্নয়নে পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা শহরের খোয়ারপাড় (শাপলা চত্বর) থেকে অষ্টমীতলা (পুলিশ লাইনস মোড়) পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার মানুষ।

এই কর্মসূচির আয়োজন করে শেরপুর প্রেসক্লাব। দল-মতনির্বিশেষে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। আয়োজকেরা জানান, ১৯৮৪ সালে শেরপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত এখানে দৃশ্যমান বড় কোনো সরকারি উন্নয়ন হয়নি। নেই রেলপথ, মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা র‌্যাব-দুদকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর।

মানববন্ধনে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়। তা হলো, আধুনিক একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, সরকারি মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতাল, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষিপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শেরপুরকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা এবং পর্যটন উন্নয়নে হোটেল, সাংস্কৃতিক কেন্দ্র ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন।

মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর সরকারি ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ আ জ ম রেজাউল ক‌রিম খান, ম‌হিলা গালর্স ক‌লে‌জের অধ‌্যক্ষ এ বি এম মামুনুর র‌শিদ, জেলা চেম্বার অব কমা‌র্স অ্যান্ড ইন্ড‌াস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপ‌তি আরিফ হো‌সেন, ট্রাক মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আউয়াল চৌধুরী,আইনজী‌বী স‌মি‌তির সভাপ‌তি মুরাদুজ্জামান, বিএন‌পি নেতা ফজলুর রহমান, শেরপুর ডা‌য়াবে‌টিক স‌মি‌তির সভাপ‌তি রা‌জিয়া সামাদ, জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক সংসদ সদস‌্য মাহমুদুল হক প্রমুখ।

কর্মসূচিতে স্বাগত বক্তব‌্য দেন শেরপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি কাকন রেজা। উপস্থিত ছিলেন প্রেসক্লা‌বের কার্যকরী সভাপ‌তি আবদুর র‌ফিক। অনুষ্ঠান‌ সঞ্চালনা ক‌রেন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাসুদ হাসান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন