প্রতিনিধি লালমনিরহাট

পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। তাঁদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি জানায়, গতকাল গভীর রাতে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারি। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে পাচার করা মাদকের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি। পরে বিজিবি মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথ রোধ করে বিজিবি সদস্যদের ওপর হামলা করে চোরাকারবারিদের একটি দল। এতে দুই বিজিবি সদস্য আহত হন। রাত সাড়ে তিনটার দিকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানতে চাইলে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।