[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোমবাতি হাতে, গানে ঢাবিতে শাহরিয়ারকে স্মরণ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়

শাহরিয়ার আলম সাম্যের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

হাতে প্রজ্বলিত মোমবাতি। এক মিনিট নীরবতা শেষে সবাই সমস্বরে গাইলেন, ‘মুক্তির মন্দির সোপানতলে/ কত প্রাণ হলো বলিদান,/ লেখা আছে অশ্রুজলে’। গান শেষে সবাই একে একে মোমবাতি রাখেন রাজু ভাস্কর্যের পাদদেশে। শনিবার রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এভাবেই শাহরিয়ার আলম সাম্যকে স্মরণ করেন সহপাঠী ও বন্ধুরা।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্মরণসভায় অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী নাফিস আল শায়েখ বন্ধু শাহরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আমার মূল সাহস ও শক্তি ছিল সাম্য। প্রতিটা দিন আমরা যখন আন্দোলনে যেতাম, আমি এটাই ভাবতাম যে সাম্য আছে আমার সঙ্গে; আমার কিছু হবে না। সে এমন একটা মানুষ ছিল, কখনো তাঁর বন্ধুবান্ধব বা ভাইকে পেছনে ফেলে চলে যেত না।’

শাহরিয়ারের আরেক বন্ধু মশিউর আমিন বলেন, সাম্য হত্যার বিচারে কোনো তৎপরতা নেই। তিনি বলেন, বর্তমান বাংলা একাডেমির আশপাশের এলাকায় ক্লোজসার্কিট (সিসিটিভি) ক্যামেরা নেই। এটা যদি সাম্য হত্যার আগের থেকেই না থেকে থাকে, সেটার দায় তো কর্তৃপক্ষকে নিতে হবে।

শাহরিয়ারের সহপাঠী সোহেল রানা বলেন, কয়েক দিন ধরে বিচারের দাবিতে এখানে–সেখানে দৌড়াচ্ছি; কিন্তু কোথাও সন্তোষজনক অগ্রগতি দেখতে পাচ্ছি না।

স্মরণ অনুষ্ঠানে ছিলেন শাহরিয়ারের হলের শিক্ষার্থী মাহিদ্দুজ্জামান জ্যোতি। তিনি বলেন, ‘আমি ঢাকায় এখন পর্যন্ত একটা ঈদ করেছি। ওই ঈদ আমি করেছি সাম্য ভাইয়ের সঙ্গে।’

রাতে বিশ্ববিদ্যালয়ের সব হলে হলে শাহরিয়ারের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানান তাঁর আরেক সহপাঠী আবিদুর রহমান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন