[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘লালু ও কালু সরদার’-এর দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চাঁদপুর

লালু ও কালু সরদারকে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারি। গতকাল মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

বিশাল আকৃতি, সুঠাম দেহ ও হাঁকডাকের কারণে আসন্ন কোরবানির ঈদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ক্রেতাদের নজর কেড়েছে লালু ও কালু সরদার নামের দুটি ষাঁড়। এমনটিই দাবি করেছেন গরু দুটির মালিক ও খামারি মেহেদী হাসান ওরফে বাবু মিয়াজী।

কোরবানির ঈদ সামনে রেখে লাল রঙের লালু ও কালো রঙের কালুর জন্য দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড় দুটির দেখা মিলবে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। সেখানে ‘এম এইচ বিএম অ্যাগ্রো’ নামের খামারে গরু দুটিকে লালনপালন করেছেন মেহেদী হাসান।

শখ করে গরু দুটির এমন নাম রেখেছেন জানিয়ে গতকাল রোববার মেহেদী হাসান বলেন, কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধের প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ দেশি ও প্রাকৃতিক পদ্ধতিতে লালু ও কালু সরদারকে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। ১৪ থেকে ১৫ মণ কালু সরদারের দাম চেয়েছেন ৫ লাখ ৫০ হাজার টাকা। ১৩ থেকে ১৪ মণ ওজনের লালু সরদারের সম্ভাব্য দাম হাঁকানো হচ্ছে ৪ লাখ ৫০ হাজার টাকা। ষাঁড় দুটি একত্রে পড়বে ১০ লাখ টাকা।

কালু ও লালুর ছবি–ভিডিও বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গরু দুটিকে দেখতে ওই খামারে ভিড় করছেন স্থানীয় ও বিভিন্ন এলাকার লোকজন।

ইতিমধ্যেই কিছু ক্রেতা ষাঁড় দুটির দরদাম করেছেন। এখন পর্যন্ত আট লাখ টাকা হাঁকানো হলেও আপাতত আরও দামের প্রত্যাশা করছেন খামারি মেহেদী হাসান। তিনি বলেন, গরু দুটির সম্ভাব্য দাম ১০ লাখ টাকা। তবে কিছুটা কমেও বিক্রি করবেন। ন্যায্য দাম না পেলে বিক্রি করবেন না। গরু দুটিকে এখন পর্যন্ত কোরবানির পশুর হাটে নেননি। তবে হাট জমলে এরপর সেখানে নেওয়ার পরিকল্পনা তাঁর।

লাল রঙের লালুকে বেশ পছন্দ হয়েছে জানিয়ে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা বাবুল বলেন, ফেসবুকে ওই ষাঁড় দুটির ছবি দেখে ওই খামারে গিয়েছিলেন। কয়েকজন মিলে ষাঁড়টি কিনতে চান। তাঁরা তিন লাখ টাকা দাম বলেছেন, তবে খামারি রাজি হননি। দাম আরও কিছু বাড়িয়ে ষাঁড়টি কেনার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

এদিকে কোরবানির ঈদ সামনে রেখে পশুর স্বাস্থ্যমান যাচাইয়ের জন্য মতলব উত্তরজুড়ে ১৮টি চিকিৎসা দল গঠন করা হয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস। তিনি বলেন, ওই দলের সদস্যরা প্রতিটি হাটে সার্বিক বিষয়ে তদারকি করবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন