বগুড়ায় চাকরির প্রলোভনে প্রতারণা, দুজন গ্রেপ্তার
প্রতিনিধি বগুড়া
বগুড়ায় সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্য পেয়ে গতকাল শনিবার মধ্যরাতে বগুড়া শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তাঁদের বগুড়া সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক দুজন হলেন বগুড়া শহরের শাকপালা এলাকার তাহের আলী (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। তাঁদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। চাকরিপ্রত্যাশী শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিব মিয়া (১৮) নামের এক তরুণকে উদ্ধার করা হয়েছে। এ সময় চাকরিপ্রত্যাশীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারটি ব্যাংক চেক, সই করা ১৪টি ফাঁকা স্ট্যাম্পসহ প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা নিয়োগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করতেন। এরপর নগদে চুক্তির অর্ধেক টাকা হাতিয়ে নিতেন। প্রার্থীরা নিজ যোগ্যতায় চাকরি পেলেও প্রতারক চক্রকে চুক্তি মোতাবেক মোটা অঙ্কের অর্থ দিতে হতো। চক্রটি সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগে বেশ কয়েকজন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিলেও চাকরি হয়নি তাঁদের।
এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী গতকাল রাতে শহরের টিনপট্টি এলাকার বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। সেখান থেকে চাকরিপ্রত্যাশী সাকিব মিয়াকে উদ্ধার এবং চক্রের সদস্য বায়েজিদকে আটক করা হয়। পরে বায়েজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাকপালা এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সদস্য তাহের আলীকে আটক করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক প্রতারক চক্রের দুই সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।
Comments
Comments