[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রুয়ার নতুন অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নতুন অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক একরামুল হামিদকে অ্যাডহক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে রুয়ার ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুয়ার গঠনতন্ত্র অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালেহ হাসান নকীব অন্য পৃষ্ঠপোষকদের সঙ্গে পরামর্শক্রমে অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করেন। এই কমিটি ও নির্বাচন কমিশন রুয়ার গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ব্যবস্থা করবে।
অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন আইন বিভাগের অধ্যাপক আব্দুর রহিম মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছামিউল ইসলাম সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম ও অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ।

অন্যদিকে রুয়া নির্বাচন কমিশনে অন্য কমিশনার হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন, আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নূরুল মোমেন ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল মান্নান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১০ মে রুয়ার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। গত বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। সেই সঙ্গে বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার দুপুরে রুয়া নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা–কর্মীরা একই দিন বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যায় উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন