[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে পুলিশ সদস্যের প্রাইভেট কার থামিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হাওয়া জীবন ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজশাহীতে পুলিশের প্রাইভেট কার থামিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫–এর একটি দল।

জীবনের বাড়ি রাজশাহীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তাঁর বাবার নাম দিরাজ আলী। আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জীবনকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, ১৩ মে তাঁর থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেট কারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তাঁর মামা, ভাগনে এবং মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাঁদের হেনস্তার চেষ্টা করেন। ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দিলে তাঁরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করা হয়। এরপর একটি মুঠোফোন ছিনিয়ে নেন তাঁরা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

ওসি মাসুমা মোস্তারিন জানান, মামলার পরই সজীব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সজীবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জীবন ও রাকিব নামের আরেকজনের নাম জানান। এর মধ্যে জীবনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাসুমা মোস্তারিন আরও জানান, এই চক্রের প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে। পলাতক রাকিবকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন