[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই সহোদরকে ছুরিকাঘাত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চাঁদপুর

ছুরিকাঘাত | প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ও জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী ও তাঁর বড় ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর উপাদী গ্রামে ওই দুজনকে ছুরিকাঘাত করা হয়।

আহত এসএসসি পরীক্ষার্থীর নাম সাব্বির হোসেন (১৮) ও তাঁর বড় ভাই সাদ্দাম হোসেন (২৪)। সাব্বির হোসেনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এবং সাদ্দাম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

আহত দুজন উত্তর উপাদী গ্রামের শহীদ তালুকদারের ছেলে। সাব্বির এ বছর মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আহত দুজনের পরিবারের সঙ্গে একই গ্রামের কাজল ফকির ও তাঁর ছেলে বাদশা ফকিরের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গতকাল রাত ১০টার দিকে সাব্বিরের বাড়ির সামনে রাস্তায় মাদক বিক্রি করছিলেন বাদশা ফকির। এ সময় সাব্বির ও সাদ্দাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা ফকির সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সাব্বির ও সাদ্দামকে পেট ও পিঠে ছুরিকাঘাত করেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বাদশা ফকির পালিয়ে যান। পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শহীদ তালুকদার অভিযোগ করেন, মূলত মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে তাঁর দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন বাদশা ফকির। এ ঘটনায় আজ সকালে কাজল ফকির ও বাদশা ফকিরকে আসামি করে থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

এ ব্যাপারে জানতে কাজল ফকির ও তাঁর ছেলে বাদশা ফকিরের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন ধরেননি। স্থানীয় লোকজন বলেন, ঘটনার পর থেকে তাঁরা গা-ঢাকা দিয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন