প্রতিনিধি নাটোর
![]() |
লাশ | প্রতীকী ছবি |
নাটোরের বড়াইগ্রামে ঝোড়ো হাওয়ায় বাড়ির সীমানাদেয়াল ধসে পড়ে বীথি খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রাণ গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বীথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বীথি বাড়ির উঠানে থাকা নলকূপে হাত-মুখ ধুচ্ছিল। হঠাৎ বাড়ির পুরোনো একটি সীমানাদেয়াল ধসে পড়ে তার ওপর। পরিবারের লোকজন দেয়ালের ইট সরিয়ে বীথিকে উদ্ধার করে বনপাড়ার আমেনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বীথির চাচাতো ভাই আবদুল হালিম বলেন, ‘বীথি ছিল পরিবারের সবার খুব আদরের। পড়ালেখাতেও ভালো ছিল। ফুটফুটে মেয়েটি হঠাৎ করে নিজের বাড়ির ভেতরেই মারা যাবে, এটা ভাবতে পারছি না।’
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।