মুঠোফোনে হুমকির প্রতীকী ছবি | এআই দিয়ে বানানো |
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সাবেক নেতা কাঠের ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি হুমকি দেন।
এ ঘটনায় গতকাল রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল আলম (৩৮)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চর এতমামপুর গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টা ২০ মিনিটে আশরাফুল আলমের মুঠোফোনে একটি নম্বর থেকে এক ব্যক্তি কল দেন। ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমাকে ৫ লাখ টাকা দিবি, যদি না দিস তোর জন্য ৬টি বুলেট বরাদ্দ আছে।’ এর আগে ২০ মে মঙ্গলবার একই নম্বর থেকে আশরাফুলকে প্রথমে কল দেওয়া হয়েছিল। সেদিন অজ্ঞাতনামা ব্যক্তি বলেছিলেন, ‘আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস, তাহলে তোর লাশ যেকোনো জায়গায় পড়ে থাকবে।’
আশরাফুল আলম শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, ‘ফোনে অজ্ঞাত ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। থানায় লিখিত অভিযোগ করেছি।’ তাঁর ভাষ্য, আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে চাঁদা দাবি করা সেই নম্বরে কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়।
লিখিত অভিযোগের কথা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।