[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডাকযোগে চিঠিতে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আখতার

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের বাড়িতে চিঠি পাঠিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে এই হুমকি পাওয়ার কথা জানান আখতার হোসেন। তিনি বলেন, শুক্রবার রংপুরের কাউনিয়া উপজেলায় আখতারের গ্রামের বাড়িতে ওই বেনামি চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রেরকের নাম হিসেবে লেখা হয়েছে ‘বুলেট’।

ফেসবুক পোস্টে আখতার লিখেছেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম “বুলেট”। চিঠিটা ডাকপিয়ন গতকাল (শুক্রবার) বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।’ তিনি আরও লেখেন, ‘বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হব না। ইনশা আল্লাহ। আল্লাহ ভরসা।’

তবে কে বা কারা আখতার ও তাঁর পরিবারকে হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছেন, তা জানা যায়নি। তিনি বলেন, এ ঘটনায় রোববার এ নিয়ে রংপুরের স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন