প্রতিনিধি পাবনা

আক্তারুজ্জামান আক্তার | ছবি:সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পৌর বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার মারা গেছেন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, বিকেলে শহরের পিয়ারপুর এলাকার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আক্তার। দ্রুত তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন।

দলীয় সুত্রে জানা গেছে, আক্তারুজ্জামান আক্তার ২০১৯ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর হাইকোর্টে আপিলের রায়ে তিনি খালাস পান। পরে ১১ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

আক্তারের ছেলে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এ. কে.এম. সাজেদুজ্জামান জিতু জানান, 'সোমবার সকাল ১১টায় শহরের পিয়ারপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পিয়ারপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।'