নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
ডা. জাহাঙ্গীর কবির (বাঁয়ে) ও ডা. তাসনিম জারা | কোলাজ |
সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীনতা ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ডাকযোগে এ নোটিশ পাঠান।
মানবাধিকার সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধের প্রচার করা হচ্ছে। এতে সমাজে অশালীনতা ছড়িয়ে পারিবারিক মূল্যবোধ নষ্ট হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাসহ আরও অনেকে জড়িত।
নোটিশে আরও বলা হয়, দেশের অনেক জনপ্রিয় ব্যক্তি ও শোবিজ তারকাও টাকার বিনিময়ে নিজেদের ফেসবুক পেজ বা অ্যাকাউন্টে অশালীন ভিডিও ও বিজ্ঞাপন প্রচার করছেন। অনেকে ওষুধের প্রচারণায় ভিউ বাড়াতে অশালীন কনটেন্ট প্রকাশ করছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিটিআরসি এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।