[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাগেরহাট

 বাগেরহাটে বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

বাগেরহাটের একটি হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।

গ্রেপ্তার হলেন- বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাসেম সেলিম ভূঁইয়া, তার ছেলে মোস্তফা কামাল সাব্বির ভূঁইয়া, ছোট ভাই আজিম ভূঁইয়া, সাগর হাসান, তুফান হাওলাদার, মনি হাওলাদার, নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মাশুক, মিলন শিকদার, রবিউল সরদার, ইয়াসিন আরাফাত ও শাহীন ওরফে অভি শেখ। তাদের বাড়ি বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় এবং বিএনপির নেতাকর্মী।

পুলিশ জানায়, বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আজিম ভূঁইয়া গত মার্চ মাসে যুবদল নেতা জসিম সরদারের ওপর হামলা মামলার আসামি।

সদর মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, ‌‘ছয়টি হাতবোমাসহ ১৮ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই বিএনপির নেতাকর্মী ও সমর্থক। তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন