[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মাগুরা

মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে আজ মঙ্গলবার ভোরে মিছিল হয়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া

মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে মহাসড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলো।

ওই মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের সবার মুখে মাস্ক ও হেলমেট। ফলে মিছিলে অংশ নেওয়া কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারে লেখা আছে, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল’।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল পরিবেশে দলের নেতা-কর্মীরা মুঠোফোনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। আজকের মিছিলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে কোনো নেতা রাজি হননি। তবে পরিচয় গোপন রাখার স্বার্থে দলের এক নেতা বলেন, মূলত তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে এই মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে কোনো তথ্য পুলিশের জানা নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন