প্রতিনিধি গাজীপুর

কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করেন। রোববার সকালে  | ছবি: পদ্মা ট্রিবিউন

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ৬টি প্রতিষ্ঠানে আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ গতকাল শনিবার ওই ছুটির নোটিশ দিয়েছে।

ছুটি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।

কারখানা গেটে সাঁটানো নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স, তুসুকা ডেনিম, তুসুকা প্রসেসিং, তুসুকা ওয়াশিং এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।’

গত শনিবার তুসুকা গ্রুপের শ্রমিকেরা বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। সব দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও তাঁরা আন্দোলন করছেন। মূলত বহিরাগতদের ইন্ধনে এ আন্দোলন করা হচ্ছে।

তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, ‘শ্রমিকদের যে দাবিদাওয়া ছিল, তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম। শ্রম আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। এই পরিস্থিতে কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে।’