প্রতিনিধি রাজশাহী
![]() |
ডিবির অভিযানে গ্রেপ্তার পলাতক আসামি মো. আরিফ | ছবি: পুলিশের সৌজন্যে |
রাজশাহীতে আদালত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. আরিফ (২৫)। তাঁর বাড়ি শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকায়। গতকাল দুপুরে তিনি রাজশাহীর আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশ।
আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। তখন আরিফ পালিয়ে যান।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল দলকে সতর্ক করে বার্তা দেয়। পরে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা হয়েছে। পরে ওই মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।