[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে ব্রিজের নিচে লাশ, পরিচয় মেলেনি এখনো

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

হার্ডিঞ্জ ব্রিজ | ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ থেকে পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ পার হওয়ার সময়। লক্ষীকুণ্ডা নৌ-পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।

ব্রিজের নিচে থাকা কয়েকজন দোকানদার জানান, ট্রেনটি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ওই নারী নিচে পড়ে যান। পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, নারীটিকে ভিক্ষুক বা অসহায় বলে মনে হয়েছে।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি এমরান মাহমুদ তুহিন বলেন, 'স্থানীয়দের কাছ থেকে শুনেছি, ওই নারী হয়তো মানসিকভাবে অসুস্থ ছিলেন। বোতল কুড়িয়ে এই এলাকায়ই ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, তিনি চুপিচুপি ব্রিজে উঠে পড়েছিলেন। ট্রেনের ধাক্কায় নিচে পড়ে গিয়ে মারা যান।'

তিনি আরও জানায়, 'অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন