[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বৃষ্টি–বৃষ্টিতে ভিজছে শহর–গ্রাম, আবহাওয়ার এমন ধরন চলবে কত দিন?

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন একজন। খামারবাড়ি, ঢাকা, ১৭ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।

ঢাকার আকাশে বেলা সাড়ে ১১টার দিক থেকে মেঘের আনাগোনা শুরু হয়। বৃষ্টি শুরু হয় দুপুর সোয়া ১২টার দিকে। বেলা পৌনে একটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছু এলাকায় বৃষ্টি হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে।

এই বৃষ্টি ২০ এপ্রিল (রোববার) পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দেশজুড়ে একনাগাড়ে বৃষ্টি হবে না। বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে।

আজ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস গতকাল বুধবারই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এই পূর্বাভাসে বলা হয়েছিল, বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বলেন, পদ্মা তীরবর্তী কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত বজ্রমেঘ রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। মেঘের একটি সেল আছে নোয়াখালী ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এ মেঘের বিস্তার আগামী ২ থেকে ৪ ঘণ্টা থাকতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, এখন যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামী রোববার পর্যন্ত চলতে পারে। দেশজুড়ে একনাগাড়ে এ বৃষ্টি হবে না। বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে, দেশের বিভিন্ন প্রান্তে। এ সময়কার বৃষ্টির ধরন এমনই।

গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীতে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৫০ মিলিমিটার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন