[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধর্মীয় অবমাননার অভিযোগে সিরাজগঞ্জে পুরোহিত আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রায়গঞ্জ

আটক | প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সকালে পাবনার ফরিদপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলা সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মন্দিরের পুরোহিত।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গত রোববার (১৩ এপ্রিল) রাতে চৈত্রসংক্রান্তি পূজায় তাড়াশ মহাশ্মশানে মন্ত্রপাঠ করার সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর নামে কটূক্তি করে ইসলাম ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করেন জয় কুমার ঘোষ। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তাঁরা মিছিল-সমাবেশ করেন। রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হয়। পরে আবদুল বারী নামে স্থানীয় একজন মুসল্লি বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। গ্রেপ্তারের পর তাঁকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার পুরোহিত জয় কুমার ঘোষকে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম বলেন, গত সোমবার বিকেলে এ বিষয়ে সব শ্রেণি–পেশার স্থানীয় নেতা ও লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। সবার সহযোগিতায় উপজেলায় শান্তিশৃঙ্খলা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন