ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেপ্তার
প্রতিনিধি ঈশ্বরদী
![]() |
| মাহজেবীন শিরিন পিয়া শরীফ | ছবি: সংগৃহীত |
পাবনার ঈশ্বরদী থেকে জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি।
পিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে। সেই সঙ্গে তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী। মাহজেবীন শিরিন পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে মাঝেমধ্যে ঈশ্বরদীতে আসতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'

Comments
Comments