[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনার দামে নতুন উচ্চতা, ঈদের আগে রেকর্ড

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

সোনা | গ্রাফিকস পদ্মা ট্রিবিউন

ঈদের আগে সোনার দাম আরেক দফা বেড়েছে। এবার ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৭৭৩ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৮ হাজার টাকা। এটি দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দেশে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল শনিবার কার্যকর হবে।

সর্বশেষ ২৫ মার্চ সোনার দাম ভরিপ্রতি বেড়েছিল ১ হাজার ১৫৪ টাকা। তাতে এক ভরি সোনার দাম হয় সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। এত দিন এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, কাল দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

আজ শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে কাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৭৭৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ২৩৬ টাকা দাম বাড়বে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন