[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘কন্যা’ গান নিয়ে বিতর্ক!

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন প্রতিবেদক ঢাকা

কন্যা গানে নুসরাত ফারিয়া ও সজল | ছবি: ফারিয়ার ফেসবুক থেকে

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কোণার নতুন গান ‘কন্যা’ মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, গানটির সুর ভারতের জনপ্রিয় গান ‘কিশোরী’র অনুকরণে তৈরি। এ নিয়ে শ্রোতাদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অনেক শ্রোতা দাবি করছেন, ‘কন্যা’ গানের সুর ও মেলোডি টালিউড সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানের সঙ্গে অনেকটাই মিলে যায়। ইউটিউবে ‘মূল বনাম অনুকরণ | কিশোরী বনাম কন্যা’ শিরোনামে একটি তুলনামূলক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দুই গানের সুরের মিল তুলে ধরা হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘কন্যা’ গানের শুরুর অংশ ও সুর ‘কিশোরী’র মতোই শোনায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন শ্রোতা লিখেছেন, 'ইমরান ও কোণার কণ্ঠ দারুণ, তবে গানের সুর শুনলেই ‘কিশোরী’ গানের কথা মনে পড়ে। এটা কি নেহাতই কাকতালীয়?'

আরেকজন মন্তব্য করেন, 'আমাদের দেশের এত প্রতিভাবান সুরকার থাকতে কেন বারবার অন্য দেশের গানের অনুকরণ করতে হবে?'

এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি শিল্পীরা। তবে ইমরানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 'গানের সুরের কিছুটা মিল থাকলেও এটি নকল নয়। সংগীতে কিছু কিছু সুর ও লয়ের মিল কাকতালীয়ভাবে ঘটতে পারে।'

বাংলাদেশের সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা বলছেন, অভিযোগ সত্য হলে তা হতাশাজনক। গীতিকার ও সুরকারদের মৌলিক সুর তৈরি করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সংগীত পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমাদের শিল্পীরা বিশ্বমানের কাজ করছেন। কিন্তু অন্য দেশের গান থেকে অনুপ্রেরণা নেওয়ার নামে নকল করা হলে তা আমাদের নিজস্ব সংগীতধারার জন্য ক্ষতিকর হবে।'

এদিকে, আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে একটি ‘জ্বীন-থ্রি’। এটি ‘জ্বীন’ সিনেমার পরবর্তী পর্ব। প্রথম কিস্তিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল, সঙ্গে ছিলেন পূজা চেরী। তবে দ্বিতীয় কিস্তিতে তাঁদের কাউকেই দেখা যায়নি। তৃতীয় কিস্তিতে সজল ফিরলেও অনুপস্থিত পূজা। তাঁর জায়গায় এসেছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি এ সিনেমার ‘কন্যা’ শিরোনামে গানটি প্রকাশিত হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন