[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নৌকাডুবিতে চার লাশ, বিজিবি সদস্যসহ নিখোঁজ ১২ জন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি টেকনাফ

নৌকা ডুবির পর উদ্ধার হওয়া রোহিঙ্গারা। সকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায়  | ছবি: পদ্মা ট্রিবিউন

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ আরও কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল থেকে রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার রাত আড়াইটার দিকে নৌকাডুবির পর বিজিবি ও স্থানীয় জেলেরা নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, 'রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বিজিবি সদস্যসহ আরও কয়েকজনের সন্ধানে কাজ চলছে।'

স্থানীয়দের ভাষ্যমতে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি নৌকা টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় ভাসতে দেখে বিজিবি সদস্যরা তা থামানোর নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মাছ ধরার নৌকায় শাকের মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা গিয়ে নৌকাটিতে ওঠেন। এ সময় উত্তাল সাগরে ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, 'সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকার তলা ফেটে এই দুর্ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন এবং সমুদ্রে আরও মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন