বগুড়ায় বাড়ির কাছে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আহত
প্রতিনিধি বগুড়া
![]() |
| লাশ | প্রতীকী ছবি |
বগুড়ায় পারভেজ (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুপিয়ে আহত করা হয়েছে তাঁর বন্ধু আতিকুরকে (২২)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের মালতিনগর খন্দকারপাড়ার উল্কা মাঠ–সংলগ্ন আর্ট কলেজের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।
নিহত পারভেজ পেশায় রাজমিস্ত্রি। তিনি মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। আর আহত আতিকুর মালতিনগর নতুনপাড়ার আবদুল হকের ছেলে। আতিকুর বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতার ও মাগরিবের নামাজের পর বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ অদূরে আর্ট কলেজের সামনে পারভেজ ও তাঁর বন্ধু আতিকুরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজের মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন পারভেজ ও আতিকুরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাত আটটার দিকে চিকিৎসকেরা পারভেজকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার বনানী ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Comments
Comments