[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইছামতি নদী পারের উচ্ছেদ ঠেকাতে বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

সংবাদদাতা পাবনা

ইছামতি নদী পারের বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে পাবনা প্রেসক্লাবের সামনে পথসভা | ছবি: পদ্মা ট্রিবিউন 

পাবনায় ইছামতি নদীর পাড়ের বসতিদের উচ্ছেদের ঘোষণা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান উচ্ছেদের প্রচারণা চালানোর সময় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে মাইক আটকান। পরে নদী পারের নারী-পুরুষ মিলে বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়ে ফিরে যান। বিক্ষোভকারীরা এরপর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পাবনা প্রেসক্লাবের সামনে গিয়ে পথসভা করেন। 

সেখানে বক্তারা বলেন, 'তারা দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। তারা দাবি করেন, বৈধ জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে তারপর নদী খনন করতে হবে।'

এসময় উপস্থিত ছিলেন ইছামতি নদী পারের বৈধ স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু, সদস্য শফিউর রেজা নান্না, আল মাসুদ রিজভী,  আল মমিন, আবুল হাশেম ও বাবুল হোসেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন