[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না পার্থ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ১৫ ফেব্রুয়ারি  | ছবি: পদ্মা ট্রিবিউন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আজ শনিবার বেলা তিনটার কিছু পরে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আন্দালিভ রহমান বলেন, ‘আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না। কারণ, স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।’

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গ্রাউন্ড রিয়েলিটি (মাঠের পরিস্থিতি) আলাদা। আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়েলিটি অনেকে মানে না, মেনে নেবে না। তিনি বলেন, কোনো সংস্কারই যাতে জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। অনেক রাজনৈতিক দল আবার বলেছে, স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে। এভাবেই আলাপ চলছে।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান বলেন, ‘ছয় মাস পরে আমাদের অর্জন কী, সেসব নিয়ে আলোচনা হয়েছে। ছয়টা কমিশন কাজ করেছে, আমরা পাশে ছিলাম। আবার সবাইকে রি-ইউনাইট করাটা, এত বড় আত্মদান, সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনোভাবেই সেই আত্মদানকে যাতে আমরা আন্ডারমাইন্ড না করি। আগামীতে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ মিটিং হবে।’

আন্দালিভ রহমান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথমে কথা বলেছেন। ছয় মাসে দেশে যা হয়েছে, কীভাবে আমরাসহ সারা দেশের মানুষ পাশে ছিল। কীভাবে আন্তর্জাতিক সমাজ ও শেষে জাতিসংঘ দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের যে পাঁয়তারা ছিল, মিথ্যার ফুলঝুরি ছিল...জাতিসংঘের রিপোর্ট আসার পরে অনেকাংশেই ধূলিসাৎ হয়ে গেছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন