গোদাগাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
![]() |
| লাশ | প্রতীকী ছবি |
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেঁজুরতলা এলাকা থেকে আজ বুধবার একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। পুলিশ তাঁর নাম–পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। আজ সকালে খেঁজুরতলা এলাকার সাফিনা পার্কের পাশে তাঁর মরদেহ পড়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে স্থানীয় লোকজন ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। ওই ব্যক্তিকে এলাকায় দুই দিন আগে থেকে দেখা যাচ্ছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, মরদেহ পড়ে আছে, এই খবর পেয়ে তাঁরা গিয়ে তা উদ্ধার করেছেন। তাঁর নাম–পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
ওসি
মুহাম্মদ রুহুল আমিন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন যে ওই
ব্যক্তি দুই আগে থেকে এই এলাকায় থাকছেন। লোকজন যা দিতেন, তাই খেতেন। তিনি
মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর মরদেহ স্বজনদের কাছে দেওয়ার জন্য অপেক্ষায়
থাকবেন তাঁরা। যদি না পাওয়া যায়, তবে আইন অনুযায়ী তা আঞ্জুমান মুফিদুল
ইসলামকে দাফনের জন্য দেওয়া হবে।

Comments
Comments