[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ইজতেমা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। আজ বুধবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার আখেরি মোনাজাত। আজ বুধবার দুপুরে বাংলাদেশি মাওলানা জোবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেন। এর মাধ্যমেই শেষ হলো মাওলানা জোবায়েরের অনুসারীদের এবারের ইজতেমা।

এর আগে আজ ফজরের নামাজের পর ভারতের শীর্ষ মুরব্বি মো. ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিন বা শেষ দিনের ইজতেমার কার্যক্রম। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আমানুল হক। এরপর নসিহতমূলক বয়ান অনুষ্ঠিত হয়। এ বয়ান শেষে দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় ১২টা ২৮ মিনিটে।

প্রথম ধাপের মতো এবারও মোনাজাতে অংশ নিয়েছেন রাজধানী ঢাকা, তার আশপাশের এলাকাসহ দূরদূরান্তের হাজারো মুসল্লি। মোনাজাতে মাওলানা জোবায়ের দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এ সময় মোনাজাতে অংশ নেওয়া হাজারো মুসল্লি দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান। তাঁদের ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।

গতকাল মঙ্গলবার দুপুরেই মোনাজাতের সময় ঘোষণা করেছিলেন ইজতেমা আয়োজকেরা। সে হিসাবে গতকাল রাত ও আজ বুধবার সকালে বিক্ষিপ্তভাবে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন মুসল্লিরা। তবে এ ধাপে জায়গা ফাঁকা থাকায় বেশির ভাগ মুসল্লিই অবস্থান করেন ইজতেমা মাঠের ভেতর। মাঠের বাইরে সড়কে মানুষের তেমন ভিড় ছিল না।

সরেজমিনে দেখা যায়, তুরাগতীরের ইজতেমা মাঠের বিশাল শামিয়ানার নিচে অবস্থান করছেন তাবলিগ জামাতের হাজারো মুসল্লি। শুধু ২২ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশ নেওয়ায় মাঠের বিভিন্ন অংশ এখনো ফাঁকা। এর মধ্যে মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রাজধানী ঢাকার কামারপাড়া-টঙ্গীর মন্নুগেট সড়ক এবং ঢাকা-আশুলিয়া সড়কের প্রচুর মানুষের চলাচল দেখা যায়। অনেকেই মোনাজাতে অংশ নিতে মাঠে প্রবেশ করেন। এর বাইরে কিছু লোকজন মোনাজাত করেন তুরাগ নদের তীর ও আশপাশের সড়কে।

ইজতেমা মাঠের ভেতর কথা হয় ঢাকার দক্ষিণখান থেকে আসা মো. ইব্রাহিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি প্রথম ধাপের মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই এ ধাপের মোনাজাতে এসেছি। প্রতিবছরই কোনো না কোনোভাবে আখেরি মোনাজাতে অংশ নিই।’

এবারই প্রথম দুই ধাপে ইজতেমা পালন করলেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এর মধ্যে গত সোমবার জোহরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। এ ধাপে অংশ নিয়েছেন ২২ জেলা ও ঢাকার একাংশ। এর আগে গত শুক্র থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের ইজতেমা। ওই ধাপে অংশ নিয়েছিলেন ৪১ জেলা ও ঢাকার একটি অংশ। এরপর তৃতীয় ধাপে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা পালনের কথা আছে।

মোনাজাত শেষে আগামী বছর (২০২৬) ইজতেমার তারিখ ঘোষণা করেছেন মাওলানা জোবায়ের আহমেদ। আগামী বছরও দুই ধাপে ইজতেমা করবেন তাঁরা। এর মধ্যে প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২ থেকে ৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের ইজতেমা হবে ৯ থেকে ১০ জানুয়ারি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন