[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনার ভরি দেড় লাখ ছুঁতে বাকি আর ১৮৮ টাকা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

দেশে সোনার ভরি এখন প্রায় দেড় লাখ টাকা ছুঁই ছুঁই করছে। নতুন করে মূল্যবৃদ্ধির পর এক ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় উঠেছে। অর্থাৎ প্রতি ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছুঁতে আর মাত্র ১৮৮ টাকা বাকি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এ দফায় সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯২৮ টাকা বাড়ানো হয়।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামও এক লাখ টাকা ছাড়িয়েছে। এ মানের সোনার ভরি হয়েছে ১ লাখ ৯১৭ টাকা। আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৯ হাজার ৫২৯ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসেবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৯৯৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩৮৮ টাকা দাম বাড়বে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে এখন প্রতি আউন্স (৩১. ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯০৩ মার্কিন ডলার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন