[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে কারামুক্ত নেতাদের গণসংবর্ধনা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঈশ্বরদী

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাকারিয়া পিন্টু | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালের শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তিনজন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাঁদের বরণ করে ঈশ্বরদীতে নিয়ে আসেন শোভাযাত্রাসহ।

মুক্তিপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন ঈশ্বরদী পৌর বিএনপির নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল। দুপুরে পুরাতন বাসস্ট্যান্ডে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর ব্যানারে গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে, ফলে শহরের রেলগেট থেকে চাঁদআলীর মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবর্ধনায় বক্তব্য দেন জাকারিয়া পিন্টু। তিনি নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইন নিজের হাতে তুলে নেব না। আইন মানতে হবে।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তিনি শুরু থেকেই এই মিথ্যা মামলার ব্যাপারে সহযোগিতা করেছেন। কারাবন্দিদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন এবং মামলার যাবতীয় খরচ বহন করেছেন।’ এ সময় তিনি ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী জামিল আক্তার এলাহীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ নিজেই মাইনাস হয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা একে একে ইতিহাস থেকে হারিয়ে যাবে। ঈশ্বরদীতে কারামুক্ত নেতাদের নিয়ে শক্তিশালী অবস্থান গড়ে তোলা হবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী জামিল আক্তার এলাহী বলেন, ‘জাকারিয়া পিন্টু ঈশ্বরদীর প্রাণভোমরা। তাঁর নেতৃত্বেই মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। ঈশ্বরদীবাসীর সহযোগিতায় আমরা তাঁদের মুক্ত করতে পেরেছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এস এম ফজলুর রহমান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, রেল শ্রমিক দলের আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি ও পৌর যুবদলের ইসলাম হোসেন জুয়েল।

পাবনা জেলা কারাগার থেকে সোমবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। পরে গাড়িতে করে তিনি ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হন | ছবি: পদ্মা ট্রিবিউন
 
এর আগে কারাগার থেকে মুক্তির পর তারা পাবনা জেলা বিএনপির কার্যালয়ে যান, যেখানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়, যা পাবনা শহরের প্রধান সড়ক হয়ে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদীতে পৌঁছায়।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন