[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা মামলা: কারামুক্ত বিএনপির ৩ নেতা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

পাবনা জেলা কারাগার থেকে আজ সোমবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। পরে গাড়িতে করে তিনি ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হন | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তিনজন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে পাবনা জেলা কারাগার থেকে তারা মুক্তি পান। কারাগারের গেটে বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মুক্তিপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন ঈশ্বরদী পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল। কারাগার থেকে মুক্তির পর তারা পাবনা জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে জেলা বিএনপির নেতারা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাকারিয়া পিন্টু।

এরপর নেতাকর্মীরা জাকারিয়া পিন্টুসহ মুক্তিপ্রাপ্ত নেতাদের নিয়ে শোভাযাত্রা বের করেন। তারা পাবনা শহরের প্রধান সড়ক ঘুরে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদীতে পৌঁছান। সেখানে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাদের বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মামলার বিষয়ে জাকারিয়া পিন্টু বলেন, 'এই মামলাটি সম্পূর্ণ ভুয়া। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটে। আমরা এতে ফাঁসিয়ে দেওয়া হয়েছি। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ৫২ জন নেতাকর্মীকে এই মামলায় জড়ায়। আদালতও ফরমায়েশি রায় দেয়, যাতে ঈশ্বরদীতে বিএনপি শক্তিশালী হতে না পারে।'

তিনি তার কারামুক্তির অনুভূতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উৎসর্গ করেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলায় জাকারিয়া পিন্টুসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি উচ্চ আদালতের রায়ে তাদের সাজা কমে মুক্তি মেলে।

এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা মনে করছেন, এই মুক্তি তাদের রাজনৈতিক সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন