[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনার দাম বেড়েছে, ভরি এখন ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

সোনা | গ্রাফিকস পদ্মা ট্রিবিউন

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বেড়েছে। এবার ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ ১ হাজার ৩৬৫ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। নতুন এই দর আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২২ জানুয়ারি সোনার দাম বেড়েছিল। নতুন বছরে এ নিয়ে তৃতীয় দফায় সোনার দাম বাড়ল।

নতুন দর অনুযায়ী, কাল বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৬ হাজার ১৮ টাকা।

আজ বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৯৫ হাজার ৬২ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৯৫৬ টাকা বাড়বে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন