[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হবিগঞ্জে মসজিদের মেরামতকাজের তদারকি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি হবিগঞ্জ

মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহতরা | ছবি: পদ্মা ট্রিবিউন

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে একটি মসজিদের মেরামতকাজের তদারকি করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার কিছু আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত সৌদি আরবপ্রবাসীর নাম কাজী দিপু (৪০)। তিনি কালনী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের ফরিদ মিয়া এবং একই গ্রামের শাস্তু মিয়ার আত্মীয়স্বজনের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা–মোকদ্দমাও চলছে। বুধবার বিকেলে গ্রামের একটি মসজিদের মেরামতকাজের তদারক করা নিয়ে দুই পক্ষের লোকজন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত কাজী দিপুকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত দিপু ফরিদ মিয়ার পক্ষের লোক।

সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামে কাউকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে সরে এলে সন্ধ্যার আগে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রাণ হারান একজন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন