[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পঞ্চগড়

শীত উপেক্ষা করে ভুট্টাখেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। আজ শুক্রবার সকাল ৮টায় পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সবচেয়ে কম। হিমালয়কন্যাখ্যাত উত্তরের এই জনপদে বইতে শুরু করেছে মাঝারি শৈত্যপ্রবাহ। দেশে এই মৌসুমের প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ। তবে সকালে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি আছে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮-১০ কিলোমিটার। এর আগে ৩ জানুয়ারি এবারের মৌসুমে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। ওই দিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। ওই দিন বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের ভাষ্য, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। সড়কে কিছু যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। কেউ সবজিখেতে সংগ্রহ করছেন সবজি, কেউবা তা ভ্যানে করে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বাজারে। আবার কেউ কৃষিজমিতে হালচাষ করার পাশাপাশি নিড়ানি দিচ্ছেন ফসলের খেত। শহরে যাত্রী নিয়ে ছুটছেন রিকশা-ভ্যান ও ইজিবাইকের চালকেরা।

সকালে পঞ্চগড় শহরে ইজিবাইক নিয়ে আসা চালক সুজন ইসলাম (৩৬) বলেন, ‘সকালে যেলা (যখন) অটো নিয়ে বাইর হইচু, কুয়াশাতে কিচ্ছু দেখা পাউ না। আর শিল শিল বাতাসখানোত হাত–পাও অবশ হয় যাছে। এ্যালা আল্লাহর রহমতে রোদ উঠিচে। দিনডা ভালয় যাবে। সারা দিন ঠান্ডা (শীত) রহিলে (থাকলে) ভাড়া-ভট্টি (আয়) কমে যাছে।’

মাঝরি শৈত্যপ্রবাহের মধ্যে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি আছে জনজীবনে। আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় পঞ্চগড় সদর উপজেলার শিতাগ্রাম এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

সালেকুল ইসলাম (৩০) নামের একজন কৃষক বলেন, ‘সকাল তকা (থেকে) লাঙ্গল দিয়ে ভুট্টা খেতোত নেলানি (নিড়ানি) দেছি। মনে হচে মাটিখানোত বরফ ঢালে দিছে। খালি পায়ে মাটিখোনোত বেড়াইলে (হাঁটলে) পাওলা (পাগুলো) পটপটাছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে বলেন, আজ তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে এই এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে তেঁতুলিয়ার আকাশ মেঘমুক্ত। হিমালয়ের হিমবায়ু সরাসরি তেঁতুলিয়ায় প্রবেশ করায় এখানে রাতভর কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে মাঝারি শৈত্যপ্রবাহ থাকলেও সকাল সকাল রোদের দেখা মিলেছে। এতে দিনের বেলা রোদ থাকায় দিনভর জনজীবনে কিছুটা স্বস্তি থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন