[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাকিবকে এখনো দলে চান ফারুক

প্রকাশঃ
অ+ অ-

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ | ছবি: সংগৃহীত

রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব আল হাসান। পূরণ হয়নি ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা, আসতে পারছেন না দেশেই। তবে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে খেলানোর আশা ছেড়ে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংবাদমাধ্যমকে আজ তিনি জানিয়েছেন, বিপিএলের মধ্যেই সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কথা বলবেন মন্ত্রণালয়ের সঙ্গে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে ফারুক বলেছেন, ‘সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই।’ সঙ্গে যোগ করেছেন, ‘নির্বাচকেরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

ফারুক অবশ্য আবারও জানিয়েছেন, সাকিবের খেলা না খেলার বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে নেই। এ ব্যাপারে সরকারি পর্যায় থেকে নির্দেশনা লাগবে। ‘সাকিব মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, কীভাবে কী করা যায় তা নিয়ে। সরকারি পর্যায় থেকে যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি সে ঠিক করতে পারে; তাহলেই একটা সিদ্ধান্ত হতে পারে। এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস, মেন্টাল স্টেট—এসব দেখবে’— বলেছেন বিসিবি সভাপতি।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব খেলতে পারেননি নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায়। পরে শারজায় খেলেননি আফগানিস্তান সিরিজে, ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। বিসিবি সভাপতি তখন বলেছিলেন, সাকিব নিজেই তাঁকে জানিয়েছেন তিনি খেলার মতো মানসিক অবস্থায় নেই।

সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ
কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে যে সাকিব খেলতে চান, এটি তাঁর ঘনিষ্ঠ সূত্র যেমন জানিয়েছে, তেমনি বিসিবি সভাপতিকেও সাকিব তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন। ফারুক বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু দেশের বাইরে, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তিনি আরেকবার চেষ্টা করবেন সাকিবকে খেলাতে, ‘চ্যাম্পিয়নস ট্রফি দেশের বাইরে, সে ক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন। এ ব্যাপারে আমার মনে হয় এই বিপিএলের মধ্যেই নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার।’
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন