[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মামুনুর রশীদকে শিল্পকলায় অভিনয়ে সাময়িক বারণ, ফেডারেশনের প্রতিবাদ

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন ডেস্ক

মামুনুর রশীদ | ছবি: পদ্মা ট্রিবিউন 

সম্প্রতি গণমাধ্যমে এসেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নাট্যজন মামুনুর রশীদকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয়ে সাময়িক বিরত থাকতে বলেছেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এই ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদের কথা জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক নাটক বন্ধসহ হল বরাদ্দ বাতিল ও বিভিন্নভাবে একাডেমি নিয়ে যে ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী বর্তমান বাংলাদেশে মহাপরিচালক সে ধরনের বিতর্কিত পথে হাঁটলে স্বাধীন ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে সংকট সৃষ্টি করবে বলে মনে করছি।

পাশাপাশি দেশের সব নাট্যামোদী স্বজনদের আহ্বান জানাই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থেকে দেশের সব প্রান্তে নাট্যচর্চা চলমান রাখতে।

নাটক জাগ্রত থাকবে—এই বিশ্বাস নিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা–উত্তর কাল থেকে নাট্যচর্চার মাধ্যমে গ্রুপ থিয়েটার ফেডারেশন  দেশপ্রেম ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে, সামাজিক দায়বদ্ধতা থেকেই নাট্যচর্চা করেছে। আমরা বিশ্বাস করি, নাটক আমাদের অধিকার এবং নাটক জাগ্রত থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন