[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন নাসিমুল গনি

প্রকাশঃ
অ+ অ-

বিশেষ প্রতিবেদক ঢাকা

নাসিমুল গনি | ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেয়েছেন নাসিমুল গনি। তিনি এত দিন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের জন্য আর আলাদা সচিবের পদ থাকল না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইতিমধ্যে দুই বিভাগ এক হয়ে গেছে। অর্থাৎ এখন আগের মতো স্বরাষ্ট্রসচিবের পদ হলো।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ আবদুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাঁকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। ১০ ডিসেম্বর তাঁকে দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। একই সময়ে নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব দিল সরকার।

২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। একটি বিভাগের নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং আরেকটির নাম হয় সুরক্ষা সেবা বিভাগ। জননিরাপত্তা বিভাগের অধীন রয়েছে পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। আর সুরক্ষা সেবা বিভাগের অধীন রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিভাগকে এক করার বিষয়টি আলোচনায় আসে। সদ্য সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন জননিরাপত্তা বিভাগের পাশাপাশি সুরক্ষা সেবা বিভাগেরও সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

সম্প্রতি এই দুই বিভাগকে এক করার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন