[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইজতেমা মাঠে সংঘর্ষে ঘটনায় গ্রেপ্তার নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ মোয়াজ বিন নূরকে শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে  | ছবি: পদ্মা ট্রিবিউন 

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে তিন মুসল্লি নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার মাওলানা সাদ অনুসারী নেতা মুফতি মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দপুরে রিমান্ড শুনানি শেষে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক আলমগীর আল মামুন এ আদেশ দেন। মহানগর আদালত পুলিশের পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুফতি মুয়াজ বিন নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাঁকে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। বিচারক আজ রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারীদের সঙ্গে মাওলানা সাদ অনুসারীদের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহতের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েক শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম নামের এক ব্যক্তি।

ওই দিনের সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে মহানগর পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ইজতেমা ময়দান বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন