[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় ‘চরমপন্থিকে’ গলাকেটে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সাঁথিয়া

হত্যা | প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় একজনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে।

উপজেলার রাউতি গ্রামের এবতেদায়ী মাদ্রাসা এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ৪৫ বছর বয়সী বাকুল সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এক সময় চরমপন্থি দলের সঙ্গে যুক্ত ছিলেন বাকুল। পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। গ্রামে থেকে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। রোববার রাতে ঘোড়ার গাড়িতে ধান নিয়ে রাউতি গ্রামের জালাল মাস্টারের বাড়িতে যাচ্ছিলেন বাকুল। পথে মুকুলের বাড়ির পেছনের সড়কে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, 'বাকুল আগে চরমপন্থি দলের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানতে পেরেছি। তবে কেন এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন