অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশঃ
বিজ্ঞপ্তি: আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৫ সালের ৩ অক্টোবর তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান।
নুরুল ইসলাম চৌধুরী ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য হন। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং মুক্তিযুদ্ধের সময় এক নম্বর প্রশাসনিক জোনের চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধু সরকারের শিল্প ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তাঁর স্ত্রী মরজিয়া ইসলাম মারা যান। তাঁর সন্তান মইনুল ইসলাম, নাসরিন ইসলাম এবং ইয়াসমিন চৌধুরী সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন