[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাসচাপায় যুবকের মৃত্যু, প্রতিবাদে বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-

বাসচাপায় যুবকের মৃত্যুর পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার রাতে গাজীপুরে বগুড়া বাইপাস এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি গাজীপুর: ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনার পর স্থানীয় জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়া এক যুবকের সাথে রাত সাড়ে নয়টার দিকে মহানগরীর বগুড়া বাইপাসের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকার দিক থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা যুবক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আশপাশের কারখানার শ্রমিক এবং উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে উত্তেজনার কারণে তাঁরা আগুন নিভাতে পারেননি।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন জানান, "স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অন্য দুটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।"

গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, "বাসের চাপায় নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাঁকে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়, এবং ফায়ার সার্ভিস এলেও তাঁরা জনতার ভয়ে আগুন না নিভিয়ে ফিরে যান।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন