[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে শ্রমিক আন্দোলন: মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-

মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি গাজীপুর: গাজীপুরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় তারা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি এড়াতে আশপাশের ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে।

জানা গেছে, ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ আশপাশের ১০টি কারখানা শ্রমিকদের ছুটি দিয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, "প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে বেশিরভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়। কিন্তু বর্তমানে কর্তৃপক্ষ কারখানার গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়েছে। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য গেটে ভিড় করলেও কর্তৃপক্ষ গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে।"

শ্রমিকরা আরও জানান, "মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে তাদের নিয়োগ দিচ্ছে না। পাশাপাশি অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে, এবং তারাও আমাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিচ্ছেন।"

বুধবার সকাল থেকে ভোগড়া এলাকার শ্রমিকরা চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা আশপাশের কারখানার শ্রমিকদের নিজেদের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় অন্য শ্রমিকরা না আসলে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে আশপাশের সবগুলো কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে দেয়। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও বেশিরভাগই বাসায় ফিরে যান।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শহিদুল ইসলাম বলেন, "চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে শ্রমিকরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন। শিল্পপুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন