[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

তাপসী তাবাসসুম উর্মি | ফাইল ছবি

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।  কী কারণে তাঁকে ওএসডি করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেটি উল্লেখ নেই।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেছিলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

 আরও পড়ুন

লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে ওএসডি

বিস্তারিত পড়ুন

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন